বিরহ পতন
- শেখ উবায়দুর রহমান
বিরহের তরে কাতরাইয়া মরে
অমূল্য সম্পদ ফেলিয়া পিছুবারে
মিছে মায়ায় ভাঙ্গায়ে হৃদয়
সর্বনাশের পথটি ধরে,
চলে অকারণ দেহকে করিয়া শত খন্ডন
অর্ধেক ডুবায়ে নেশার ভাজে
অবশিষ্ট রাখিয়া মরনত্ব্যের তরে ৷
কে করিয়াছেন সৃজন তাহাদের জীবন
সুক্ষ করিয়া তাহাদের বদন
বদ্ধ নয়নখানি অচল করিয়া
নিস্ফল পথ বেয়েচলে,
পিতৃ-মাতৃত্ব্যের ভক্তি সনদ
ভাঙ্গিয়া দিয়া কাচের মতন
শ্রেয় করার ছলে তাহাদের বন্ধন
ভাসায় অশ্রু জলে ৷
কি লাভ্য সাধিয়া উন্মাদ হইয়া
বিলীন করিয়া জীবনখানি
তুচ্ছ দ্রব্য খরিদের তরে
জীবশ্য মরুর বুকটি ধরে,
সর্বদাই যাহা মওজুত থাকে
তাহার তরে ডুবায় আরণ্য
ধ্বংশ করিয়া সবুজ আচল
অগ্নি জালায়ে বুকে ৷